সোমবার ০৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | 'গোধরা-কাণ্ড আটকানো যেত', নয় জন পুলিশ কনস্টেবলের বরখাস্তের সিদ্ধান্ত বহাল রাখল হাই কোর্ট

AD | ০৩ মে ২০২৫ ১৪ : ৫৪Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: গোধরায় ২০০২ সালে সাবরমতী এক্সপ্রেসে অগ্নিসংযোগের ঘটনায় রেল পুলিশের ন’জন কনস্টেবলের বরখাস্তের নির্দেশ বহাল রাখল গুজরাত হাই কোর্ট। আদালত জানিয়েছে, বরখাস্ত হওয়া পুলিশকর্মীরা যদি তাঁদের কর্তব্যে অবহেলা এবং অসাবধান না হতেন তবে এই মর্মান্তিক ঘটনাটি এড়ানো যেত।

আদালতের পর্যবেক্ষণ, রেলওয়ে পুলিশ বাহিনীর (RPF) নয় জন কর্মীর সেই দুর্ভাগ্যজনক দিনে দাহোদ থেকে সাবরমতী এক্সপ্রেসে ওঠার কথা ছিল। কিন্তু তারা তা করেনি। ট্রেনটি ছয় ঘণ্টা দেরিতে চলায় তাঁরা সেটির পরিবর্তে রেজিস্টারে মিথ্যা এন্ট্রি করে শান্তি এক্সপ্রেসে আহমেদাবাদে ফিরে আসেন।

প্রসঙ্গত, ২০০২-এর ২৭ ফেব্রুয়ারি গোধরায় সাবরমতী এক্সপ্রেসে করসেবকদের পুড়িয়ে মারার ঘটনা ঘটে। ট্রেনের এস-৬ কোচের অগ্নিকাণ্ডে ৫৯ জনের মৃত্যু হয়। তাঁদের অধিকাংশই ছিলেন অযোধ্যা থেকে ফেরা করসেবক। সেই ঘটনার পরই দাঙ্গা ছড়িয়ে পড়ে গুজরাত জুড়ে। অভিযোগ, সরকারি মদতে উগ্র হিন্দুত্ববাদীরা হামলা চালায় সে রাজ্যের মুসলিমদের উপর। দাঙ্গার বলি হন হাজারেরও বেশি মানুষ। গুজরাত সরকারের তরফে গঠন করা হয় একাধিক কমিশনও। সেই সময় নানাবতী কমিশন তাঁদের রিপোর্টে জানিয়েছিল, "ওই পুলিশকর্মীরা যদি সে দিন কর্তব্য পালন করতেন, তা হলে এত বড় ঘটনা এড়ানো সম্ভব হত।" কমিশনের রিপোর্টের ভিত্তিতে বরখাস্ত করা হয়েছিল অভিযুক্ত ন’জন পুলিশ কনস্টেবলকে।

এর বিরুদ্ধে হাই কোর্টে আবেদন করেছিলেন বরখাস্ত হওয়া কনস্টেবলরা। গুজরাট হাইকোর্ট পর্যবেক্ষণ, "যদি আবেদনকারীরা আহমেদাবাদ পৌঁছনোর জন্য সাবরমতী এক্সপ্রেস ট্রেনে করেই রওনা দিতেন, তাহলে গোধরায় ঘটে যাওয়া ঘটনাটি রোধ করা যেত। আবেদনকারীরা তাঁদের কর্তব্যে অবহেলা এবং অসাবধানতা প্রদর্শন করেছেন। উল্লিখিত অভিযোগগুলি প্রমাণিত হয়েছে।"

গুজরাট হাইকোর্ট রায় দিয়েছে যে ২০০৫ সালে পুলিশ কর্মীদের চাকরি থেকে অপসারণ ন্যায্য ছিল। এতে আরও বলা হয়েছে যে সাবরমতী এক্সপ্রেসে তাদের উপস্থিতি ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারf যা ঘটেছিল তাতে পরিবর্তন আনতে পারত।

২০০২ সালের সবরমতী এক্সপ্রেসে আগুন লাগানোর ঘটনায় জন্য মোট ৩১ জন মুসলিমকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তাদের মধ্যে ১১ জনকে ১ মার্চ, ২০১১ তারিখে একটি বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালত মৃত্যুদণ্ড দেয়। ২০১৭ সালের অক্টোবরে তাদের মৃত্যুদণ্ডের শাস্তি কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। দোষী সাব্যস্তদের মধ্যে বাকি ২০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।


Godhra Train IncidentGujarat High CourtTrain Burning

নানান খবর

নানান খবর

“ভূতের নাচে দেবতা হয়ে ওঠা”—দক্ষিণ ভারতের প্রাচীন ভূতা কোলার গল্প

“আমার দায়িত্ব”—১৯৮৪ শিখবিরোধী দাঙ্গা নিয়ে কংগ্রেসের ভুল স্বীকার করলেন রাহুল গান্ধী

'যোগ্য জবাব', শত্রুদের বড় হুঙ্কার দিয়ে দেশবাসীর চাহিদাপূরণের অঙ্গীকার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথের

পাকিস্তানকে কোণঠাসা করতে নয়া চাল, পাকিস্তানের প্যানেলিস্টদের আমন্ত্রণ জানানো নিয়ে বিরাট ঘোষণা

ভয়ঙ্কর, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হাসপাতালের করিডর! চাপা পড়ে নিহত তিন রোগী

গঙ্গা-যমুনা-সিন্ধু নয়, জানেন ভারতের প্রাচীনতম নদী কোনটি? এখনও বয়ে চলেছে

রাজস্থানে আটক পাক সেনা, সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছিলেন ভারত-সীমান্তে

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও গাড়ির সংঘর্ষ, সজোরে ধাক্কা বাইকেরও, ভয়াবহ দুর্ঘটনা প্রাণ কাড়ল ৬ জনের

'জেনেশুনে আশ্রয় দান...', পাকিস্তানি মহিলাকে গোপনে বিয়ে করায় বরখাস্ত সিআরপিএফ কনস্টেবল মুনির আহমেদ

পাকিস্তানের বিরুদ্ধে আরও এক কড়া পদক্ষেপ ভারতের, বন্ধ হল স্থল-আকাশপথে সব ডাক ও পার্সেল আদানপ্রদান

দিল্লি হাই কোর্টে রামদেবের বিরুদ্ধে নির্দেশ, ‘শরবত জিহাদ’ মন্তব্যে আদালতের ক্ষোভ

প্রথমে বিরোধীতা,সম্মানহানি, পরে জনগণের চাপে মান্যতা!‌ বার বার অবস্থান বদলই বিজেপির প্যাটার্ন, বলছে কংগ্রেস

ভারতে প্রতি বছর ১ লক্ষেরও বেশি লোক আক্রান্ত হচ্ছেন কোলন ক্যান্সারে, এই রোগের প্রাথমিক লক্ষণ কী? 

ভারতের একমাত্র এই ট্রেনেই মেলে তিন-বেলা বিনামূল্যে পেটভরা খাবার! জানেন কোন ট্রেন?

লাভ-জিহাদে অভিযুক্তদের নির্বীজকরণ করা হোক, বিতর্ক উস্কে দাবি মধ্যপ্রদেশের বিজেপি সাংসদের

সোশ্যাল মিডিয়া